---Advertisement---

মাত্র ১৫ মিনিট চার্জিংয়ে ১৫০ কিমি, বাজারে এল নতুন ইভি টাটা কার্ভ

By
Last updated:
Follow Us

ইলেকট্রিক গাড়ির বাজারে টাটার নতুন চমক। ইলেকট্রিক গাড়ির বাজারে টাটা মোটরসের নাম আজ ভারতের ক্রেতাদের কাছে সবচেয়ে পরিচিত। নেক্সন ইভি, টিআইগর ইভি, পাঞ্চ ইভির মতো সফল মডেলের পর এবার বাজারে এল টাটা কার্ভ ইভি। অত্যাধুনিক এই চারচাকার গাড়িটি শুধু রেঞ্জেই নয়, ফিচার এবং ডিজাইনের দিক থেকেও নজর কাড়বে।

এই গাড়ির সবচেয়ে বড় বিশেষত্ব হল এর রেঞ্জ ও চার্জিং ক্ষমতা। কোম্পানির দাবি, একবার ফুল চার্জে এটি ৫৮৫ কিলোমিটার পর্যন্ত চলতে পারবে। আরও বড় চমক—মাত্র ১৫ মিনিট চার্জিংয়ের মাধ্যমে ১৫০ কিলোমিটার পথ পাড়ি দেওয়ার ক্ষমতা।

টাটা কার্ভ ইভির আধুনিক ডিজাইন ও প্রিমিয়াম ফিচার

কার্ভ ইভি-কে টাটা মোটরস এমনভাবে ডিজাইন করেছে যে এটি দেখতে একেবারে ফিউচারিস্টিক। বাহ্যিক অংশে রয়েছে স্লিক এলইডি টেল লাইট, যা গাড়ির এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত ছড়িয়ে আছে।
ভেতরে রয়েছে ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার ও বড় টাচস্ক্রিন ইনফোটেনমেন্ট সিস্টেম। এছাড়াও প্যানারমিক সানরুফ, ওয়্যারলেস চার্জিং, অ্যাডজাস্টেবেল ড্রাইভার সিট, ইলেকট্রনিক পার্কিং ব্রেক ইত্যাদি ফিচার এই গাড়িকে আরও আধুনিক করেছে।

টাটা কার্ভের উন্নত নিরাপত্তা ব্যবস্থা

যাত্রীদের নিরাপত্তার জন্য টাটা কার্ভ ইভিতে রয়েছে ৬টি এয়ারব্যাগ।
এর পাশাপাশি দেওয়া হয়েছে লেভেল ২ অ্যাডভান্স ড্রাইভার অ্যাসিস্ট্যান্ট সিস্টেম (ADAS), ডিস্ক ব্রেক, অটো-হোল্ড, এমার্জেন্সি ব্রেকিং সিস্টেমসহ একাধিক সুরক্ষা প্রযুক্তি।
এই ফিচারগুলোর জন্য গাড়িটি কেবল পরিবার-বান্ধব নয়, বরং দীর্ঘ রাস্তায় হাইওয়ে ড্রাইভের ক্ষেত্রেও যথেষ্ট নিরাপদ।

টাটা কার্ভ ইভির রেঞ্জ ও ব্যাটারি

টাটা মোটরস কার্ভ ইভির একাধিক ভ্যারিয়েন্ট বাজারে এনেছে।

  • বেস মডেল: ৪৫ কিলোওয়াট-আওয়ার ব্যাটারি, যা ফুল চার্জে ৫০২ কিলোমিটার রেঞ্জ দেয়।
  • টপ মডেল: ৫৫ কিলোওয়াট-আওয়ার ব্যাটারি, যা ফুল চার্জে নন-স্টপ ৫৮৫ কিলোমিটার নিয়ে যাবে।

কোম্পানির মতে, এটি এখন পর্যন্ত তাদের সবচেয়ে লং রেঞ্জ ইলেকট্রিক গাড়ি।

আলট্রা-ফাস্ট চার্জিং প্রযুক্তি

কার্ভ ইভিতে ডিসি চার্জিং প্রযুক্তির মাধ্যমে আলট্রা-ফাস্ট চার্জিংয়ের ব্যবস্থা রাখা হয়েছে। মাত্র ১৫ মিনিট প্লাগ-ইন রাখলেই গাড়িটি ১৫০ কিলোমিটার দৌড়োবে। এই সুবিধা শহরের বাইরে বা হাইওয়েতে যাতায়াতকারীদের জন্য বিশেষ উপকারী হবে।

টাটা কার্ভ ইভির ফিচার্স এক নজরে

  • এলইডি টেল লাইট
  • ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার
  • বড় টাচস্ক্রিন ইনফোটেনমেন্ট সিস্টেম
  • প্যানারমিক সানরুফ
  • ওয়্যারলেস চার্জিং
  • অ্যাডজাস্টেবেল ড্রাইভার সিট
  • ইলেকট্রনিক পার্কিং ব্রেক
  • ৬টি এয়ারব্যাগ
  • লেভেল ২ এডাস, ডিস্ক ব্রেক, অটো-হোল্ড, এমার্জেন্সি ব্রেকিং

টাটা কার্ভের ইভির দাম

ভারতের বাজারে এই ইলেকট্রিক গাড়ির এক্স-শোরুম মূল্য রাখা হয়েছে ১৭.৪৯ লাখ টাকা থেকে ২১.৯৯ লাখ টাকার মধ্যে। বিভিন্ন ভ্যারিয়েন্ট অনুযায়ী দাম বাড়বে বা কমবে।

ভ্যারিয়েন্টমূল্য (এক্স-শোরুম)
কার্ভ ইভি ক্রিয়েটিভ১৭.৪৯ লক্ষ
কার্ভ ইভি অ্যাকমপ্লিস্ড১৮.৪৯ লক্ষ
কার্ভ ইভি অ্যাকমপ্লিস্ড + এস১৯.২৯ লক্ষ
কার্ভ ইভি ৫৫ অ্যাকমপ্লিস্ড১৯.২৫ লক্ষ
কার্ভ ইভি ৫৫ অ্যাকমপ্লিস্ড + এস১৯.৯৯ লক্ষ
কার্ভ ইভি ৫৫ এম্পাওয়ারড +২১.২৫ লক্ষ
কার্ভ ইভি ৫৫ এম্পাওয়ারড + এ২১.৯৯ লক্ষ

টাটার কৌশল

ইলেকট্রিক গাড়ির বাজারে টাটা মোটরসের আগে থেকেই আধিপত্য ছিল। এই নতুন কার্ভ ইভির মাধ্যমে কোম্পানি সেই জমি আরও মজবুত করতে চাইছে। দারুণ রেঞ্জ, দ্রুত চার্জিং এবং উন্নত সুরক্ষা ফিচারের কারণে কার্ভ ইভি শুধুমাত্র শহরাঞ্চলে নয়, গ্রামাঞ্চল বা দূরপাল্লার যাত্রায়ও জনপ্রিয় হওয়ার সম্ভাবনা রয়েছে।

আরোও পড়ুন:- এক ধাক্কায় কমছে Alto, Swift, WagonR-এর দাম, তালিকা দিল Maruti Suzuki

For Feedback - feedback@example.com
Join Our WhatsApp Channel

Leave a Comment